কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এবং এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব মুহূর্ত পর্যন্ত শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ বন্ধ রাখা ও শিক্ষা সংস্করণ কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সামনে খোকসা উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ এই মানববন্ধন কর্মসূচী অংশগ্রহণ করেন। এ সময় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, শিক্ষক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাদ্রাসার প্রধানগণ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে শিক্ষকগণ উপজেলার নির্বাহী অফিসার ইরুফা সুলতানার কাছে স্মারক লিপি প্রদান করেন।