রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কামারগাঁ ইউনিয়ন (ইউপি) শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কৃষক সমাবেশ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর শনিবার ইউপি কৃষক দলের উদ্যোগে ইউপি কৃষক দলের আহবায়ক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আব্দুর রউফের সঞ্চালনায় মাদারীপুর বাজার চত্ত্বরে আয়োজিত দোয়া মাহফিল ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব এমএ মালেক মন্ডল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, খলিলুর রহমান খলিল, মোতালেব হোসাইন, রনজু আহামেদ ও সজিব আহম্মেদ প্রমুখ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।