শনিবার (৩আগস্ট) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (এমপি), সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ অন্যান্য সাংবাদিকদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুভাষ চন্দ বাদল জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর পূর্বে দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে টুঙ্গিপাড়ায় পৌঁছালে গোপালগঞ্জ প্রেস ক্লাব(জিপিসি)’র সভাপতি মোতাহারুল হক বাবলু ও সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ গোপালগঞ্জে কর্মরত অন্যান্য সাংবাদিক গন তাদের স্বাগত জানান।