বরগুনার আমতলীপৌরসভায় ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্থরা এখোনো ঘুরে দাড়াতে পারেনী। আমতলী পৌরসভার ১, ৪,৫,৮, ৯ নং ওয়ার্ডে বেড়ি বাধের বাইরে বসবাসরতরা সিমাহীন কষ্টের মধ্যে বসবাস করছেন। এ ছড়াও ঘুর্নিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ হয়েছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট ।
পৌরসভার ১নং ওয়ার্ড বৈঠাকাঠা ৪ নং ওয়ার্ডের ফেরিঘাট, আমুয়ারচর, শম্মান ঘাট, লঞ্চঘাট, ৫ নং ওয়ার্ডের উপকূলীয় ফেরিঘাট , ৮ ও ৯ নং ওয়ার্ডের বেড়িবাধের বাইরের অংশ বেড়িবাঁধ, রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে ।
এসব ওয়ার্ডের বসবাসরতরা জানান, পানির স্রোতে বেড়ি বাধ ভেঙ্গে অনেকের বাড়ী ঘর ভেসে গেছে । ক্ষতিগ্রস্থরা অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছেন।
ফেরিঘাট এলাকার জসিম উদ্দিন বলেন, আকাশে মেঘদেখলেই আমাগো ডর করে । এই বুঝি পানি ঢুকলো ঘরের মধ্যে।ঘর দুয়ার যাও আছে তাও যদি আবার পানিতে শ্যাষ করে দ্যায় তা হলে মোরা থাকমু কই।সাইদুল ইসলাম বলেন, আকাশে শেঘ দেখলেই আমাদের ভয়ের মধ্যে থাকতে হয়। বন্যা. অতিবৃষ্টিতে আমাদের ঘর দুয়ার ভেসে যায়।ভুক্তিভোগিরা টেকসই বেড়িবাঁধ বাড়ী ঘর রাস্তাঘাট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন, অতিবৃষ্টি, জোয়ারের পানি ও বন্যায় পৌরসভার অধিকাংশ অবকাঠামো প্রতিবছর ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে জন্য প্রশাসনের উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করছি।
প্রিন্ট