মানিক কুমার দাসঃ
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী হাসনাইন মাহমিদ এর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে BIT- আদলে কমিশন গঠনের এক দফা দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এ কর্মসূচী পালিত হয়। পরে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: খালেদ সাইফুল্লাহ
ও মঈন খান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী ইজাহারুল এবং সাইফ হাসান শুভ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: আমান উল্লাহ খান।
এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশাসনিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে।
দীর্ঘদিন ধরে দুই প্রতিষ্ঠানে সমন্বয়হীনতার কারণে আমাদের প্রকৌশল শিক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং এর ফলে আমাদের পেশাগত ভবিষ্যৎ অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। এক দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রিন্ট