ফরিদপুরের সদরপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ মে সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার আলোকে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন, সমন্বয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক আলোচনা করা হয়। এতে পুষ্টিজ্ঞান সম্প্রসারণের তথ্য পুষ্টি বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সিএনএইচএ প্রকল্প ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক শাহানা ইয়াসমিন, একই সংস্থার প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সদরপুর উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।