নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা নৌ ঘাটে ও তমরুদ্দি লঞ্চ ঘাটে নিরাপত্তা টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
কোস্ট গার্ড হাতিয়া স্টেশন কমান্ডার জানান,৮ই এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল প্রদান,পাশাপাশি জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযানে তল্লাসী এবং সন্দেহজনক যাত্রীদের ব্যাগ তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রাম চলবে।
আরো জানা যায় কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান অব্যাহত থাকবে।
প্রিন্ট