ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাাঁচাতে গিয়ে বুধবার (১০এপ্রিল) পদ্মা নদীতে নিখোঁজ রয়েছে শাহাদাৎ খান (৫৫)নামের এক ব্যাক্তি। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কুটি খানের ছেলে। শাহাদাৎ এর বড় ছেলে ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এ ৪র্থ বর্ষের ছাত্র মুস্তাফিজ জানায় তার বাবা ঢাকায় আড়ং এ প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। ঈদ করতে তারা গ্রামের বাড়িতে এসেছে। ঘটনার দিন বিকাল সাড়ে ৩ টার দিকে তার বাবা ছোট ভাই সিয়াম (১৬)কে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। হঠাৎ শ্রোতের তোড়ে সিয়াম ভেসে যেতে থাকলে তার বাবা সিয়ামকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তিনি সিয়ামকে নদীর চরে নিরাপদে উঠাতে পারলেও নিজে পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে প্রথমে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে শাহাদাৎকে উদ্ধার করতে সক্ষম হয়নি।
ডুবে যাওয়া ব্যাক্তিকে উদ্ধারের বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন ফায়ার ষ্টেষন অফিসার (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির জানান খবর পেয়ে তারা নদীতে ডবুরি নামিয়ে উদ্ধার অভিযান চালিয়েছেন। অন্ধকার হয়ে যাওয়ায় আজকের মতন অভিযান স্থগিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।
প্রিন্ট