কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান গুরুতর অসুস্থ হওয়ায় প্রেসক্লাবের উদ্যোগে কনফারেন্স রুমে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,গত ২৪ শে,ফেব্রুয়ারি শনিবার রাতে ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান হঠাৎ করে ভেড়ামাস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে শহরের দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউ তে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
তার উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে নেয়া হয় । ডাক্তার মান্নান বর্তমানে অশোক দত্তের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
- আরও পড়ুনঃ ফুলে ফুলে সেজেছে গোপালগঞ্জ সদর থানা
এছাড়াও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য আশরাফ হোসেন আলোর মা ও বড় ভাই মনির জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো: আল-আমিন। এই সময় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট