আজকের তারিখ : জানুয়ারী ১০, ২০২৫, ৪:৪১ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৮:১৭ পি.এম
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান গুরুতর অসুস্থ হওয়ায় প্রেসক্লাবের উদ্যোগে কনফারেন্স রুমে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,গত ২৪ শে,ফেব্রুয়ারি শনিবার রাতে ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান হঠাৎ করে ভেড়ামাস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে শহরের দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউ তে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
তার উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে নেয়া হয় । ডাক্তার মান্নান বর্তমানে অশোক দত্তের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়াও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য আশরাফ হোসেন আলোর মা ও বড় ভাই মনির জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো: আল-আমিন। এই সময় প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha