রাজবাড়ীর কালুখালীতে ইঞ্জিন চালিত নসিমন গাড়ি চাপায় ৩ জন আহত হয়েছে। শনিবার রাত ১০ টায় কালুখালীর কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, নসিমন চালক সেলিম হোসেন (৩৫) আ: সাত্তার (৬০) ও আনসার আলী।
এলাকাবাসী মোহাম্মদ আলী জিন্নাহ মাষ্টার জানান, শনিবার রাত আনুমানিক ১০ টায় আ: সাত্তার ও আনসার আলীসহ ১০/১২ জন গ্রামবাসী ঝাড়গ্রাম সড়কে নির্মাণাধীন ব্রীজের পাশে বসে আগুন পুহাচ্ছিলো।
এসময় কালুখালী থেকে পাংশাগামী একটি নসিমন তাদের চাপা দেয়। পরে নসিমনটি দ্রুত পালানোর চেষ্টা করলে নির্মাণাধীন ব্রীজের খালে পড়ে যায়। এতে নসিমনটি দুমড়ে-মুচরে যায় ও চালক গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত নসিমন চালকের বাড়ী পাংশার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রাম। হাবাসপুর ইউনিয়নের (চরপাড়া এলাকার) সদস্য রঞ্জু আহমেদ জানায়, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত সেলিমের জ্ঞান ফেরেনি। দুর্ঘটনায় তার বুকে ও মুখে রড ঢুকে গিয়েছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষয় রাখা হয়েছে। আহত অপর দুজন ঝুঁকিমুক্ত। তাদেরকে ফরিদপুর ও পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিন্ট