কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২ জানুয়ারি বেলা ১১ টার সময় মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের বুধইরপাড়া গ্রামের কৃষক আলাউদ্দিন বিশ্বাসের বাড়ির উঠানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাগুরা সদর কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজনে, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু।
বিশেষ অথিতি হিসাবে ব্ক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম। স্বাগত বক্তা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
- আরও পড়ুনঃ ইয়াবাসহ নলছিটির মেগা সুমন আটক
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদ রেজা। অনুষ্ঠানে বারি রসুন-১ জাত ও ফসলের উৎপাদন, বারি রসুন-১ জাত ও ক্ষতিকর প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ১৫০ জন কৃষক-কৃষানী সদস্য উপস্থিত ছিলেন।
প্রিন্ট