মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে গোল্ডেন লাইন পরিবহন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৯.৩০ মিনিটের সময় পৌরসভার মেছড়দিয়া মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
.
স্থানীয় সূত্রে জানা যায়, মেছড়দিয়া মোড়ে একটি ব্যাটারি চালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন যার রেজি. নং-ঢাকা মেট্রো -ব ১৫-৫১২৫ ঢাকার উদ্দেশ্য যাওয়ার সময় ভ্যান টিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চালক সহ ০৫ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে এলাকাবাসী চিকিৎসার জন্য মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ০৩ জন কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
.
আহত ব্যক্তিরা হলেন ১) তানিয়া বেগম (৩০) স্বামীঃ রেজাউল হক, সাং, কোটবাড়ি লক্ষণদিয়া; ২) সোহরাপ মাতুব্বর (৪৫) পিতা- মৃত- হাছেন মাতুব্বর, সাং- কোটবাড়ির লক্ষণদিয়া; ৩) মিনহাজ বেপারী (১৫) পিতা- মিঠুন বেপারী, সাং- মেছরদিয়া; ৪)মোহাম্মদ আলী (৭০) পিতা- মৃত- আশরাফ আলী, মেছরদিয়া; ও ৫) ভ্যান চালক মোঃ সামাদ শেখ (৬৫) পিতা- মৃত -মালেক শেখ, সাং- কোটবাড়ি লক্ষণদিয়া।
.
এতে গোল্ডেন লাইন পরিবহন এর ড্রাইভার, হেল্পার, ও সাধারণ যাত্রীদের কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
প্রিন্ট