ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজ সকাল ১১টার সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে বই বিতরণের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি আকাশ কুমার কুন্ডু এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো: আব্দুল জব্বার বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ৬ষ্ঠ,৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী বছরের প্রথম দিনে বই পেয়ে শিক্ষার্থীরা দারুণ উৎফূল্ল।
প্রিন্ট