ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই মাথার এক নবজাতক জন্মের চার ঘণ্টা পর মারা গেছে। সোমবার বোয়ালমারী পৌর সদরে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাবিশিষ্ট নবজাতকটির জন্ম হয়। এর চার ঘণ্টা পর সে মারা যায়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের এক গৃহবধূ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন দ্য ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হন।
সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ তাপস বিশ্বাস ওই নারীর অস্ত্রোপচার করেন। এতে দুই মাথাবিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবজাতকটির বাবা বলেন, প্রায় দুই বছর আগে তিনি বিয়ে করেন। নবজাতকটি ছিল তাঁদের প্রথম সন্তান।
চিকিৎসক তাপস বিশ্বাস বলেন, আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর দেখা যায় কনজয়েন বেবি। মা সুস্থ থাকলেও শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
প্রিন্ট