মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা শালিখা থানার এসআই (নিঃ)/মোঃ লিটন গাজীর নেতৃত্বে এ এস আই লিটন হোসেন সহ একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে গত ১২/১২/২০২৩ ইং তারিখ রাত অনুমান ১২:৩০ টার দিকে মাগুরা জেলার শালিখা থানাধীন শরুশুনা ও মনোখালী এলাকা হতে ১৪০ (একশত চল্লিশ) গ্রাম গাঁজা সহ মাদকব্যবসায়ী মোঃ রোস্তম আলী (৪৪) পিতা-মোঃআরশাদ আলী সাং-উত্তর শরুশুনা থানা শালিখা মাগুরা ও মোঃমুকুল মোল্লা(৩২)পিতা-মৃত-কালাম মোল্লা সাং-সিঙ্গিয়া ডাঙ্গা থানা +জেলা নড়াইল।
গ্রেফতারকৃত আরো চার জন মাদক সেবন কারী শালিখা উপজেলার উত্তর শরুশুনা গ্রামের ইউনুচ আলীর ছেলে মোঃরানা হোসেন(২২),নড়াইল উপজেলার সিঙ্গিয়া বাজারের আনোয়ার বিশ্বাসের ছেলে মোঃ ফয়সাল বিশ্বাস (২০) একই বাজারের কবির হোসেনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২০) ও মোঃ মিরান মোল্লার ছেলে মোঃ জান্নাতুল ইসলাম নাইম(১৯) সাং-সিঙ্গিয়া বাজার থানা- জেলা-নড়াইলকে গ্রেফতার করে শালিখা থানা পুলিশ।
পুলিশ সুত্রে শরু শুনা গ্রামের জয়নাল মোল্লার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দু”জন কে আটক ও উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন এর মনোখালী গুচ্ছ গ্রামের সামনে পাকা রাস্তার উপর থেকে চার জন কে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দু”জন মাদক ব্যবসায়ী চার জন মাদক সেবনকারী মাদকাসক্ত তাদের কাছ থেকে মাদকদ্রব্য ১৪০(একশত চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে থানা এলাকা মাদক মুক্ত রাখতে মাদক কারবারি মাদক সেবনকারী কাওকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়েছে।
প্রিন্ট