ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা দরবার হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক সংগঠন ও ব্যক্তি ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে সম্মাননা প্রধান করা হয়।
সভায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সাথে বিগত দিনে একসঙ্গে কাজ করবার অভিজ্ঞতা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিমুল তালুকদারসহ অনেকে।
এ সময়ে মোঃ আহসান মাহমুদ রাসেল তার সদরপুর উপজেলায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদানের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ওমর ফয়সাল, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের প্রধানগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
প্রিন্ট