“সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১০শে ডিসেম্বর) সকাল ১০ টায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসা এর অফিস কক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল হাসেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতি সংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমান ভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্ম গত ভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণা পত্রের ৩০ অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রিন্ট