মোঃ আমিন হোসেন ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নলছিটি উপজেলা প্রশাসন কতৃক বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে ‘স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে সম্পন্ন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন এর
সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ডা.মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর।
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী শীর্ষক সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল, কলেজ সহ সর্বমোট ১০ টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন।
প্রিন্ট