মোঃ অহিদ সাইফুলঃ
ঝালকাঠির রাজাপুরে ‘নিউ লাইফ ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বাইপাস এলাকায় নবনির্মিত এ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হেমায়েত উদ্দিন তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা জামায়াতের আমির কবির হোসেন ও রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ। তারা এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সেবার মান ও কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সুলভমূল্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। রোগ নির্ণয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের নিয়ে ক্লিনিক ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়।
উপস্থিতিরা জানান, এ ধরনের একটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান রাজাপুরবাসীর জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ।
প্রিন্ট