মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠি সদর উপজেলার কলেজ খেয়াঘাট এলাকায় গ্রিল ওয়ার্কশপ ব্যবসায় বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সবুজ হাওলাদার (৪০)। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
–
ভুক্তভোগী সবুজ ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কলেজ খেয়াঘাট এলাকায় একটি গ্রিল ওয়ার্কশপ চালিয়ে আসছেন।
–
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার নাচনমহল ইউনিয়নের সোহরাব ও শামীমসহ আরও কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে সবুজের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
–
জানা গেছে, সবুজের সঙ্গে সোহরাব ও শামীমের মধ্যে বিগত কিছুদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ।
–
এ ঘটনায় সবুজের পরিবার ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট