নিজ বাড়ির আঙিনায় গোসলখানার পাশে দুটি গাঁজার গাছ রোপণ করেছিলেন উপজেলার দিনমজুর গাঁজা গাছ পরিচর্যাকারী মোহাম্মদ তুফান আলী (৩৮)। তার আশা ছিল গাঁজা পরিপক্ক হলে তা বিক্রি করে গরু ক্রয় করবেন। কিন্তু তার সেই আশায় গুঁড়েবালি! আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তার বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করেছে ভেড়ামারা থানা চৌকস পুলিশ।
গাঁজা গাছ দুটির আনুমানিক ওজন ১২ কেজি। মোহাম্মদ তুফান আলী ভেড়ামারা উপজেলার পশ্চিম চর দামুকদিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেয়ে, আমি এসআই হাফিজ এবং এএসআই সজীবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পাঠালে সকাল সাড়ে দশটার সময় উক্ত এলাকায় অভিযান চালিয়ে তুফানের বসতবাড়ির গোসলখানার পাশে দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার করে। তার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর মোহাম্মদ তুফান আলী প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন। বাড়ির আঙিনায় গোসলখানার পাশে প্রায় ১৪ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
প্রিন্ট