বাঘায় পুলিশের দায়ের করা নাশকতার বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭-১১-২০২৩) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলো- উপজেলার আড়ানি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও গোচর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল খালেক (৬০),মশিদপুর গ্রামের এজাব প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন বিদুৎ (৪২) ও জামায়াত সমর্থিত আমোদপুর গ্রামের উম্মত আলীর ছেলে জহুরুর ইসলাম (৪৭)।
- আরও পড়ুনঃ ৩৮৭ কোটি টাকার তেল ও ডাল কিনছে সরকার
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম জানান,বুধবার (০৮-১১-২০২৩) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতার অভিযোগে দায়ের করা ৩টি মামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
প্রিন্ট