আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় বাঘা উপজেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.
শনিবার (১০ মে) রাত ১০টার দিকে বাঘা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম মন্টু বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ।
.
জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাম্মনডাঙ্গা গ্রামের মৃত মাহাবুব আলম (বাচ্চু)’র ছেলে।
.
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২৬ আগষ্ট জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার বাদি হয়ে অপহরণ এর অভিযোগে সিরাজুল ইসলাম মন্টুসহ এজাহার ভুক্ত আরো কয়েক জনের নাম উল্লেখ করে মামলা
করেছেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (১১-০৫-২০২৫ ) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট