মোঃ নূর -ই- আলম (কাজী নূর):
মায়ের জন্য সৃষ্টি হলো দিবস রাতি/মায়ের জন্য সৃষ্টি হলো আকাশ মাটি/মায়ের জন্য সৃষ্টি হলো বৃষ্টি ফোটা/মায়ের জন্য সৃষ্টি হলো পৃথিবীটা/আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য তোমার জন্য। কবি ও গীতিকার ড. শাহনাজ পারভীনের লেখা হৃদয় ব্যাকুল করা গানে মোহিত সমস্ত দর্শক। দর্শক সারিতে বসা অনেক নারী পুরুষের অশ্রুসজল চোখ। রুমাল দিয়ে চোখ মোছার চেষ্টা করছেন কেউ কেউ। আবার কেউ কেউ অপলক দৃষ্টিতে চেয়ে আছেন মঞ্চের দিকে। ঠিক এমন আবেগঘন এক পরিবেশের মধ্যে দিয়ে ‘শেকড়’ যশোরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রত্নগর্ভা সম্মাননা ও মায়েদের সমাবেশ- ২০২৫। রবিবার (১১ মে) মুনশি মেহেরুল্লাহ ময়দান যশোরের রওশন আলী মঞ্চে সন্ধ্যা ৭টায় পাঁচ রত্নগর্ভা মাকে সম্মাননা দেয়া হয়। সম্মাননা স্বরুপ মায়েদের ক্রেস্ট এবং ফুলের তোড়া উপহার দেয়া হয়।
.
রত্নগর্ভা মা সম্মাননা প্রাপ্তরা হলেন, রাজিয়া সুলতানা, মোছাঃ সাহানারা খাতুন, নাজমা খাতুন, নূরজাহান বেগম ঝরণা (মরণোত্তর), আলহাজ্ব শামসুন্নাহার বেগম (মরণোত্তর)।
.
‘শেকড়’ যশোরের প্রতিষ্ঠাতা রওশন আরা রাশুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, বাঁচতে শেখার পরিচালক এঞ্জেলা গোমেজ, কবি হারুন অর রশীদ, কবি ও গীতিকার ড. শাহনাজ পারভীন, নারী নেত্রী হাবিবা শেফা, আবৃত্তিকার শ্রাবণী সুর। অনুষ্ঠান শেষে মা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে ‘বিসমিল্লাহ অটো’র ব্যাবস্থাপনা পরিচালক কবি কাসেদুজ্জামান সেলিমের পক্ষে থেকে পাঁচ রত্নগর্ভা মায়ের হাতে নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
.
জানতে চাইলে ‘শেকড়’ যশোরের প্রতিষ্ঠাতা রওশন আরা রাসু দৈনিক ‘সময়ের প্রত্যাশা’র প্রতিবেদককে বলেন, সন্তানকে সফল, যুগোপযোগী এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর হলেন মা। এজন্য মায়েদের অনেক ত্যাগ স্বীকারও করতে হয়। এর স্বীকৃতি হিসেবে প্রতি বছর আন্তর্জাতিক মা দিবসে এই আয়োজন করে থাকে ‘শেকড়’। ‘শেকড়’ মনে করে এই আয়োজন দেখে অন্য মায়েরাও তাদের সন্তানদের শিক্ষিত, সফল এবং মানবিক করে তুলতে অনুপ্রেরণা পাবেন।
.
কবি গীতিকার ড. শাহনাজ পারভীন বলেন, যোগ্য সন্তান প্রতিটি বাবা মায়ের কাম্য। এক্ষেত্রে মা একজন মহান শিল্পী। সুসন্তান গড়ার ক্ষেত্রে মা-ই নিপুণ কারিগর। আমরা যেন মায়ের মর্যাদা সমুন্নত রাখতে পারি।
প্রিন্ট