রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মো ঃ জিল্লুল হাকিম বলেছেন, নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে ভোট দিন। কারন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বয়স্কভাতা, বিধবাভাতা চালু করেছে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এবস থাকবে না। তিনি বুধবার বিকেলে রাজবাড়ীর মদাপুর ইউনিয়ন পরিষদের সামনে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু,কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট