কুষ্টিয়ার প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। শিক্ষার উপর বিশেষ অবদান রাখায় তাঁর এই পুরস্কার অর্জন। এই অর্জন খোকসার বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
গত বছর ৫ মে খোকসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর থেকে শিক্ষার মান উন্নয়নের তিনি নিরলস ভাবে কাজ করে চলেছেন। তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের পড়ালেখার বিষয় নিয়ে ক্লাসে কথা বলেন।
এছাড়াও বিভিন্ন স্কুলে অভিভাবক সমাবেশে যোগদান এবং মাসিক মিটিংয়ে যোগদান করে শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা দিয়ে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে নিয়েছে অনেক অংশে। তিনি মেধাবী গরিব ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার জন্য বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। তিনি খোকসা উপজেলার মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি সহ মাধ্যমিক পর্যায় শিক্ষার মান উন্নয়নে যথাযথ ভাবে কাজ করায় মাধ্যমিক পর্যায় শিক্ষার মান উন্নয়ন হয়েছে বলে অভিভাবক গন মনে করেন। তার এ অর্জনে আগামী দিনে শিক্ষার মান আরো উন্নয়ন হবে বলে এলাকাবাসী মনে করেন।
প্রিন্ট