ফরিদপুর জেলা আওয়ামী লীগের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল শহরের আলীপুর এ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ নব নির্মিত আওয়ামী লীগে অফিস প্রাঙ্গণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মিসেস ঝর্না হাসান, পৌরসভার মেয়র ও যুগ্ম সম্পাদক অমিতাভ বোস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম।
এছাড়াও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সাঈদ উদ্দিন আহমেদ, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, কৃষক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আক্তার মেহেবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এই উন্নয়ন আগামীতে ও অব্যাহত রাখতে হবে।
তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানে অংশ নেবার জন্য একাধিক স্থান মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয় ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাঈম।
প্রিন্ট