কুষ্টিয়ার খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মাধ্যমিক পর্যায় স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্যাটারগিটিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা পদক প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ খোকসা-কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার প্রমুখ।
এছাড় ও উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক ও ছাত্রছাত্রীবিন্দু উপস্থিত ছিলেন।
শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা পদক প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ।
প্রিন্ট