মধুখালী উপজেলা আয়েশা সামী কলেজ মাঠে আজ মঙ্গলবার মধুখালী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় আয়েশা সামী কলেজের প্রিন্সিপালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান।
বিশেষ অতিথি জনাব শহিদুল ইসলাম উপজেলা চেয়ারম্যান, মধুখালী, পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, সাবেক আইনউদ্দিন কলেজের অধ্যক্ষগন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।
- আরও পড়ুনঃ ফাঁকা বিএনপির কার্যালয়, সামনে শুধু পুলিশ
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, মধুখালী উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয় কে উন্নয়ন করা হবে। আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী এবং উন্নয়নধারা বজায় রাখার জন্য সকলে মিলে কাজ করার আহব্বান জানান।
প্রিন্ট