সকাল আটটা। আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল না নারী ও পুরুষ ভোটারদের কোন লাইন। কিন্তু উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এমন চিত্র। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল না বললেই চলে।
ভোটারা বলেন, সকাল সাড়ে আটটার দিকে ভোট দিতে এসে দেখেন কেন্দ্রে কোন ভোটার নেই ।
সকাল সোয়া ১১টার দিকে বাউসা হারুনুর অর রশিদ শাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় লাইনে কোনো ভোটার নেই।
এতে কেন্দ্রে ভোটারশূন্য।
সকাল ১০টার দিকে আড়নী মনমোহনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েকজন ভোটারকে কেন্দ্রে দিকে আসতে দেখা যায়।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার ৫৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ।
তবে ভোটকেন্দ্রে দেখা মিলছে না ভোটারদের।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস) ও আওয়ামী লীগের সমর্থক রিনা খাতুন (ফুটবল)।
জানা যায়, সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত। ৫৯টি কেন্দ্রে ৫৯ প্রিজাইডিং অফিসার, ৪২০ সহকারী প্রিজাইডিং অফিসার, ৮৪০ পোলিং অফিসার, পুলিশ, আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি কাজ করছেন। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বলেন, এ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে চলছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কঠোরভাবে কাজ করছেন।
মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।
প্রিন্ট