মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে সংঘর্ষকারীরা। আহত হয় দুই পক্ষের অন্তত ২০ জন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মুকসুদপুর কাঠপট্টি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙায় কেন্দ্রীয় বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পদক জয়নাল আবেদিনের সমর্থক জিম মোল্যা। সেই ক্যালের্ডার ছিড়ে ফেলে বিএনপি’র ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক। পরে জিমও সেলিমুজ্জামানের পোস্টার ছিড়ে ফেলে।
এ ঘটনায় সন্ধ্যায় সেলিমুজ্জামানের সমর্থকরা জিমের বাবা হাবিব মোল্লা কে বেধড়ক মারপিট করে। এ নিয়ে দু’জনের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে বাধে সংঘর্ষ।
মুকসুদপুর থানা পুলিশ দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করে। দুই পক্ষের লোকজনই লাঠিসোটা নিয়ে রাস্তার অবস্থান নেয়। ভাঙচুর চালানো হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টার একটি ক্লিনিক সহ দশটি ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হয় উভয়পক্ষের অন্তত ২০ জন। পুনরায় পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে ৯ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, সংঘর্ষ নিয়ন্ত্রনে আসছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রিন্ট