ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুর্ববাংলা সর্বহারা পার্টির পোষ্টারিং Logo পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo শালিখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ Logo বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর Logo ফরিদপুরে উদিচি শিল্প গোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত Logo গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ফরিদপুরের কৃষ্ণনগরে শীর্তাতদের মাঝে ফারিয়ান ইউসুফের কম্বল বিতরণ Logo দেশের কোন মারকাজ আর ছেড়ে দেয়া হবে না Logo হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক জিএম ইব্রাহীম Logo মিরপুরে পরিত্যক্ত টঙ ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রাজশাহীর বাইরের জেলার ইজারা নিয়ে ফেরিঘাট পরিচালনার অভিযোগ, নৌকা জব্দ

রাজশাহীর বাইরে জেলার ইজারা নিয়ে বাঘা উপজেলায় নতুন একটি খেয়াঘাট চালুর অভিযোগ উঠেছে। এনিয়ে ইজাদারের সাথে বাক-বিতন্ডার ঘটনাও ঘটেছে। রোববার (২-৭-২০২৩) উপজেলার আতারপাড়া ফেরিঘাট এলাকার বারশতদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার বাঘা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় থেকে চলতি বছরে(বাংলা ১৪৩০) গোকুলপুর, চৌমাদিয়া, কিশোরপুর,দিয়াড়কাদিরপুর ও আতারপাড়া ফেরিঘাট ইজারা দেওয়া হয়। শর্তপূরন সাপেক্ষে আয়কর-ভ্যাটসহ ইজারামূল্যর ৮৩ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করে ফেরিঘাট ইজারা নেন পাকুড়িয়া গ্রামের সুরুজ আলী। বাংলাসনের বৈশাখ মাস থেকে যথারীতি ঘাট পরিচালনা করছেন।

হঠাৎ করেই মশিদপুর গ্রামের নাহারুল ইসলাম নামের একজন তার লোকজন নিয়ে ইজারা নেওয়া এলাকায় নতুন ঘাট চালু করেন। স্থানীয়রা জানান, এনিয়ে উভয় পক্ষ বিরোধে জড়িয়ে পড়েন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সুরুজ আলী জানান,নাহারুল ইসলাম কুষ্টিয়া জেলার উদয়নগর এলাকার ফেরিঘাট ইজারা নিয়েছেন। পরে বাঘা উপজেলার আতারপাড়া ফেরিঘাট এলাকার বারশতদিয়াড় গ্রামে নতুন একটি ফেরিঘাট চালু করেন নাহারুল ইসলাম। তাকে নিষেধ করে বিষয়টি প্রশাসনকে অবগত করেছেন।

নাহারুল ইসলাম দাবি করেন, জোর করে কোন কিছু করা হয়নি। তিনি জানান, কুষ্টিয়া জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছি। পদ্মা নদীর ওপর অবস্থিত উদয়নগর মৌজার খাজিরাথাক ও উদয়নগরসহ বাঘার দিয়াড়কাদিরপুর ও আতারপাড়ার আংশিক এলাকার ফেরিঘাট ইজারা দেওয়ার কথা উল্লেখ আছে। সেখানকার যাওয়া-আসা যাত্রীদের জন্য বারশতদিয়াড় এলাকার জায়গাটি বেছে নিয়েছেন। যা আতারপাড়া ফেরিঘাট এলাকার বাইরে।

 

উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভ’মি) জুয়েল আহমেদ বলেন, সরেজমিন তদন্ত করে দেখার পর, অবৈধভাবে ঘাট পরিচালনার দায়ে নাহারুলের ফেরি পারাপারের একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা নৌকা বিজিবির হেফাজতে রাখা আছে। উভয়পক্ষকে তাদের ইজারা নেওয়া এলাকায় বাইরে ঘাট পরিচালনা করতে নিষেধ করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সিংড়ায় পুর্ববাংলা সর্বহারা পার্টির পোষ্টারিং

error: Content is protected !!

রাজশাহীর বাইরের জেলার ইজারা নিয়ে ফেরিঘাট পরিচালনার অভিযোগ, নৌকা জব্দ

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাইরে জেলার ইজারা নিয়ে বাঘা উপজেলায় নতুন একটি খেয়াঘাট চালুর অভিযোগ উঠেছে। এনিয়ে ইজাদারের সাথে বাক-বিতন্ডার ঘটনাও ঘটেছে। রোববার (২-৭-২০২৩) উপজেলার আতারপাড়া ফেরিঘাট এলাকার বারশতদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার বাঘা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় থেকে চলতি বছরে(বাংলা ১৪৩০) গোকুলপুর, চৌমাদিয়া, কিশোরপুর,দিয়াড়কাদিরপুর ও আতারপাড়া ফেরিঘাট ইজারা দেওয়া হয়। শর্তপূরন সাপেক্ষে আয়কর-ভ্যাটসহ ইজারামূল্যর ৮৩ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করে ফেরিঘাট ইজারা নেন পাকুড়িয়া গ্রামের সুরুজ আলী। বাংলাসনের বৈশাখ মাস থেকে যথারীতি ঘাট পরিচালনা করছেন।

হঠাৎ করেই মশিদপুর গ্রামের নাহারুল ইসলাম নামের একজন তার লোকজন নিয়ে ইজারা নেওয়া এলাকায় নতুন ঘাট চালু করেন। স্থানীয়রা জানান, এনিয়ে উভয় পক্ষ বিরোধে জড়িয়ে পড়েন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সুরুজ আলী জানান,নাহারুল ইসলাম কুষ্টিয়া জেলার উদয়নগর এলাকার ফেরিঘাট ইজারা নিয়েছেন। পরে বাঘা উপজেলার আতারপাড়া ফেরিঘাট এলাকার বারশতদিয়াড় গ্রামে নতুন একটি ফেরিঘাট চালু করেন নাহারুল ইসলাম। তাকে নিষেধ করে বিষয়টি প্রশাসনকে অবগত করেছেন।

নাহারুল ইসলাম দাবি করেন, জোর করে কোন কিছু করা হয়নি। তিনি জানান, কুষ্টিয়া জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছি। পদ্মা নদীর ওপর অবস্থিত উদয়নগর মৌজার খাজিরাথাক ও উদয়নগরসহ বাঘার দিয়াড়কাদিরপুর ও আতারপাড়ার আংশিক এলাকার ফেরিঘাট ইজারা দেওয়ার কথা উল্লেখ আছে। সেখানকার যাওয়া-আসা যাত্রীদের জন্য বারশতদিয়াড় এলাকার জায়গাটি বেছে নিয়েছেন। যা আতারপাড়া ফেরিঘাট এলাকার বাইরে।

 

উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভ’মি) জুয়েল আহমেদ বলেন, সরেজমিন তদন্ত করে দেখার পর, অবৈধভাবে ঘাট পরিচালনার দায়ে নাহারুলের ফেরি পারাপারের একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা নৌকা বিজিবির হেফাজতে রাখা আছে। উভয়পক্ষকে তাদের ইজারা নেওয়া এলাকায় বাইরে ঘাট পরিচালনা করতে নিষেধ করা হয়েছে।


প্রিন্ট