বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ ও তরঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ শহর প্রদক্ষিণ শেষে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স এ এসে পৌছলে সেখানে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এরপর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজিব।
- আরও পড়ুনঃ সন্দেহের তীর শাহিনার দিকে!
এ ছাড়া অন্যনের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি কাজী আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, যুব মহিলা লীগ এর আহবায়ক রুখশানা আহমেদ মেহেবী।
এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট