মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠা সাংবাদিকদের বৃহত্তম সংগঠন বাংলাদশে প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২৩ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে মুক্তিযোদ্ধা ও সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইত্তেফাকের সদরপুর উপজেলা প্রতিনিধি আঃ মজিদ মিয়া কে বিশেষ সম্মাননায় ভূষিত করেন । বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার আয়োজনে গত মঙ্গলবার (২০জুন) দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক কাউসার রহমান।
ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ওহিদুর রহমান, সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, বোয়ালমারী শাখার সভাপতি ও দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক লিটু সিকদারসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
সম্মেলনে বিশেষ অতিথিদের ও সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে বাংলাদেশ প্রেসকক্লাবের ফরিদপুর জেলা ও উপজেলা কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রিন্ট