গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংকের উপজেলার তালমা শাখার উদ্যোগে এ গাছের চারা বিতরন করেন, গ্রামীণ ব্যাংকের সদরপুর এরিয়ার প্রোগ্রাম অফিসার মোঃ এনামুল ইসলাম। ৩ হাজার ৫০৭ জন সদস্যদের মাঝে ২২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
দারিদ্র বিমোচন ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে গ্রামীণ ব্যাংকের এ উদ্যোগ। এ সময় আরো উপস্থিত ছিলেন শাখা ব্যাবস্থাপক মোঃ আনোয়ার হোসেন ও সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রিন্ট