জামালপুর জেলার বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে রাজবাড়ী জেলার পাংশায় রবিবার (১৮ জুন) বিকালে মৌন মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়েছে। পাংশা উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে। রবিবার বিকাল ৫টার সময় শহরের অনুপ দত্ত সড়কস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে মালেক মিঞা এভিনিউ হয়ে ডাকবাংলো সড়কে মৌন মিছিল করে পুনরায় সংস্থার অস্থায়ী কার্যালয় চত্বরে সমবেত হয় কর্মসূচিতে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি একেএম শরিফুল হুদা (সাগর মাস্টার), কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম ও পাংশা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা জামালপুরে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বনী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
- আরও পড়ুনঃ এক লাখ মানুষ পাচ্ছে ওএমএস কার্ড
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ, সহসভাপতি আবুল হাশেম, প্রচার সম্পাদক হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা (সুমি খন্দকার), কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. ইজাজুল হক, এ্যাডভোকেট শাহিনুর রহমান, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মো. গোলাম মোস্তফা চৌধুরী, কবি মুহাম্মদ এবাদত আলী শেখ, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান, মৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, বাংলাদেশ লাইব্রেরীর স্বত্বাধিকারী উদয় সিকদার (কালু), পাংশা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু পেশাজীবি লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, বাহাদুরপুর আহম্মদ আলী মোল্লা এতিম প্রতিবন্ধী বিদ্যালয়ের সহসভাপতি কাজল মাহমুদ ও মানবাধিকারকর্মী ইদ্রিস আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
প্রিন্ট