ফরিদপুরের সদরপুরে বাংলানিউজের জামালপুরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। উপজেলার সকল সাংবাদিকবৃন্দ আজ সোমবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আঃ মজিদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সমকালের উপজেলা প্রতিনিধি, বাকি মিয়া, সাংবাদিক বাসার মিয়াসহ অনেকে।
এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেনসহ, মুক্তিযোদ্ধা ও উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।পরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে নাদিম হত্যার বিচারের দাবিতে ফাঁসি চেয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এর আগে গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
-ফরিদপুরের সদরপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের একাংশ।
প্রিন্ট