মহান স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তীর ৫০ বছর ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরোজ হোসেনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক ছবি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ মার্চ) বিকেলে মাসুমদিয়া নবীন সংঘ মাঠে আলেচনা সভা, দাপ্তরিক ছবি বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রুপপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম উজ্জল, প্রথম আলোর পাবনা প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস এবং ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারী।
অনুষ্ঠান পরিচালনা করেন মাসুমদিয়া ইউনিয়ন যুবলীগ সম্পাদক রেজাউল করিম মৃধা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রকৈাশলী মোস্তফা আহমেদ সাদ্দাম।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট