জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফরিদপুরে।
শুক্রবার ১২ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
এই কর্মসূচিতে সাংবাদিক হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, পান্না বালা, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের ফরিদপুর জেলা প্রতিনিধ হারুন অর রশিদ।
এ সভায় বক্তাগণ বলেন, ” সাংবাদিককে অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এটা দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হত্যা এটা চলতে পারেনা। সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।”
এ বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তি দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বক্তারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত হত্যাকাণ্ডের জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এবং সুস্থধারার সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। বিক্ষোভ মিছিলে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেওয়া হয়। এসময় তারা স্লোগান দিতে থাকেন,- “ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই; নাদিম হত্যাকারীদের ফাঁসি চাই।”
প্রিন্ট