ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সদরপুরে পাটের ফলন ভাল হওয়ায় ক্ষেত পরিচর্যা করছে কৃষকেরা Logo তানোরে রাস্তায় নিম্নমানের বিটুমিন ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ Logo দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ Logo শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক হোসেনউদ্দীন হোসেনের জীবন সংকটাপন্ন Logo নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার Logo তানোরে পলিনেট হাউস প্রকল্পে অনিয়ম! Logo মাগুরায় বোরো ধানে সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি মাঠ দিবস অনুষ্ঠিত Logo মাগুরায় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন Logo লালপুর উপজেলা নির্বাচন প্রচারণায় এগিয়ে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চাঁপাইনবাবগঞ্জের হাঁড়িভাঙ্গা আম যাচ্ছে স্পেন-সুইডেন

রপ্তানির তালিকায় এবার যুক্ত হলো চাঁপাইনবাবগঞ্জের হাঁড়িভাঙা আম। সম্প্রতি আরো এক টন আম পাঠানো হয়েছে সুইডেনে। এর আগে গত সপ্তাহের সোমবার নাচোলে উৎপাদিত এক টন আম স্পেনের উদ্দেশে পাঠানো হয়েছে। এ আম স্পেনের বাংলা কমিউনিটির পাশাপাশি সে দেশের জনবহুল মার্কেটে বিক্রি করা হবে। রপ্তানিকারক রফিকুল ইসলাম এ ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এছাড়াও নাচোল থেকে গত ২৫ মে প্রথম দফায় ৭ টন ক্ষিরসাপাত আম লন্ডন ও সুইডেনে এবং মে মাসের প্রথম দিকে সুইডেনে একই এলাকা থেকে সবজি রপ্তানি হয়েছিল।
নাচোলের আম চাষি রফিকুল ইসলাম জানান, গোলাবাড়ি ইউনিয়নের তেনবোনা এলাকায় মোট ৮৪০ বিঘা জমিতে আম চাষাবাদ করি। এখানে মূলত হাইব্রিড জাতের বারি-৪, ব্যানানা, আম্রপালি, কাটিমন ও দেশি জাতের ক্ষিরসাপাত জাতের আম চাষ করেছি। গত বছর সীমিত আকারে আম রপ্তানি হলেও এ বছর জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারের সহযোগিতায় উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে আম চাষ করার মাধ্যমে রপ্তানির সুযোগ পেয়েছি।

আশা করছি আমের চাহিদা থাকায় এ বছর তার বাগানের প্রায় সব আমই বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। তিনি বলেন, দেশের বাজারে আমের দাম কম হলেও প্রতি মণ আম সুইডেনে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি করতে পারছি। মেসার্স এমবিবি এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারি বদরুদ্দোজা নাচোলের বাসিন্দা হলেও সুইডেনে থাকার কারণে তার মাধ্যমে আমগুলো বিদেশে রপ্তানি করছি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মেসার্স এমবিবি এগ্রো নামক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারি বদরুদ্দোজা বলেন, আমি ২০১২ সাল থেকে আম ও বিভিন্ন ধরনের সবজি সুইডেনে রপ্তানি করি। এবারো করছি। এ বছর এখন পর্যন্ত ৪ টন সুইডেনে ও ৩ টন আম লন্ডনে পাঠিয়েছি। চাহিদা বাড়লে এলাকার অন্যান্য কৃষক ভাইদের কাছ থেকে আম কিনে সেগুলো বিদেশে রপ্তানি করে থাকি। এরই অংশ হিসেবে হাঁড়িভাঙ্গা আম বিদেশে রপ্তানি করা হয়েছে।

তিনি আরো বলেন, মূলত আমি সুইডেনেই থাকি। সুইডেনের স্টকহোমের বিভিন্ন ব্যবসায়ী আমাকে আমের অর্ডার দিয়ে রাখেন। পরে আমি নাচোল থেকে আমগুলো প্যাকিং করে পাঠিয়ে দেয়। সুইডেন বিমানবন্দর থেকেই আমগুলো তাদের কাছে পৌঁছে যায়। তার দাবি- চলতি বছর ১০০ টনের বেশি আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার সময়ের কে বলেন, বদরুদ্দোজার মাধমে জেলা থেকে প্রথমবার এ মৌসুমে আম ও সবজি রপ্তানি হয়। দ্বিতীয় দফায় ১ টন আম গেল সুইডেনে। তার আগ্রহ ও জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় উত্তম কৃষি চর্চা পদ্ধতির কারণে এ জেলার আমের চাহিদা বিদেশে বাড়ছে। যা জেলার অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে ভালোমানের আম রপ্তানি করা সম্ভব। যার প্রমাণ বদরুদ্দোজা। তাই আমরা চাষিদের সব সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি, আম রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য। একই সঙ্গে আমরা চেষ্টাও করছি। যেহেতু এ জেলার আম রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত, তাই আশা করছি বিদেশে আম রপ্তানির পরিমাণ চলতি বছর আরো বাড়বে।

 

 

উল্লেখ্য, জেলায় এবার ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ২৫ হাজার টন। গত বছর বিদেশে আম রপ্তানি হয়েছে ১৩২ দশমিক ৫৬৯ টন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সদরপুরে পাটের ফলন ভাল হওয়ায় ক্ষেত পরিচর্যা করছে কৃষকেরা

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জের হাঁড়িভাঙ্গা আম যাচ্ছে স্পেন-সুইডেন

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

রপ্তানির তালিকায় এবার যুক্ত হলো চাঁপাইনবাবগঞ্জের হাঁড়িভাঙা আম। সম্প্রতি আরো এক টন আম পাঠানো হয়েছে সুইডেনে। এর আগে গত সপ্তাহের সোমবার নাচোলে উৎপাদিত এক টন আম স্পেনের উদ্দেশে পাঠানো হয়েছে। এ আম স্পেনের বাংলা কমিউনিটির পাশাপাশি সে দেশের জনবহুল মার্কেটে বিক্রি করা হবে। রপ্তানিকারক রফিকুল ইসলাম এ ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এছাড়াও নাচোল থেকে গত ২৫ মে প্রথম দফায় ৭ টন ক্ষিরসাপাত আম লন্ডন ও সুইডেনে এবং মে মাসের প্রথম দিকে সুইডেনে একই এলাকা থেকে সবজি রপ্তানি হয়েছিল।
নাচোলের আম চাষি রফিকুল ইসলাম জানান, গোলাবাড়ি ইউনিয়নের তেনবোনা এলাকায় মোট ৮৪০ বিঘা জমিতে আম চাষাবাদ করি। এখানে মূলত হাইব্রিড জাতের বারি-৪, ব্যানানা, আম্রপালি, কাটিমন ও দেশি জাতের ক্ষিরসাপাত জাতের আম চাষ করেছি। গত বছর সীমিত আকারে আম রপ্তানি হলেও এ বছর জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারের সহযোগিতায় উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে আম চাষ করার মাধ্যমে রপ্তানির সুযোগ পেয়েছি।

আশা করছি আমের চাহিদা থাকায় এ বছর তার বাগানের প্রায় সব আমই বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। তিনি বলেন, দেশের বাজারে আমের দাম কম হলেও প্রতি মণ আম সুইডেনে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি করতে পারছি। মেসার্স এমবিবি এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারি বদরুদ্দোজা নাচোলের বাসিন্দা হলেও সুইডেনে থাকার কারণে তার মাধ্যমে আমগুলো বিদেশে রপ্তানি করছি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মেসার্স এমবিবি এগ্রো নামক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারি বদরুদ্দোজা বলেন, আমি ২০১২ সাল থেকে আম ও বিভিন্ন ধরনের সবজি সুইডেনে রপ্তানি করি। এবারো করছি। এ বছর এখন পর্যন্ত ৪ টন সুইডেনে ও ৩ টন আম লন্ডনে পাঠিয়েছি। চাহিদা বাড়লে এলাকার অন্যান্য কৃষক ভাইদের কাছ থেকে আম কিনে সেগুলো বিদেশে রপ্তানি করে থাকি। এরই অংশ হিসেবে হাঁড়িভাঙ্গা আম বিদেশে রপ্তানি করা হয়েছে।

তিনি আরো বলেন, মূলত আমি সুইডেনেই থাকি। সুইডেনের স্টকহোমের বিভিন্ন ব্যবসায়ী আমাকে আমের অর্ডার দিয়ে রাখেন। পরে আমি নাচোল থেকে আমগুলো প্যাকিং করে পাঠিয়ে দেয়। সুইডেন বিমানবন্দর থেকেই আমগুলো তাদের কাছে পৌঁছে যায়। তার দাবি- চলতি বছর ১০০ টনের বেশি আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

এ ব্যাপারে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার সময়ের কে বলেন, বদরুদ্দোজার মাধমে জেলা থেকে প্রথমবার এ মৌসুমে আম ও সবজি রপ্তানি হয়। দ্বিতীয় দফায় ১ টন আম গেল সুইডেনে। তার আগ্রহ ও জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় উত্তম কৃষি চর্চা পদ্ধতির কারণে এ জেলার আমের চাহিদা বিদেশে বাড়ছে। যা জেলার অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে ভালোমানের আম রপ্তানি করা সম্ভব। যার প্রমাণ বদরুদ্দোজা। তাই আমরা চাষিদের সব সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি, আম রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য। একই সঙ্গে আমরা চেষ্টাও করছি। যেহেতু এ জেলার আম রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত, তাই আশা করছি বিদেশে আম রপ্তানির পরিমাণ চলতি বছর আরো বাড়বে।

 

 

উল্লেখ্য, জেলায় এবার ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ২৫ হাজার টন। গত বছর বিদেশে আম রপ্তানি হয়েছে ১৩২ দশমিক ৫৬৯ টন।