মোঃ নুরুল ইসলামঃ
৯ এপ্রিল রোজ বুধবার ফরিদপুর সদরপুরের আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশনে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষ সেবা নিতে আসে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এ কার্যক্রম। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করেন “আমিরাবাদ সবুজ সংঘ”।
.
এখান থেকে বাছাইকৃত রুগীদের ২৩ ও ২৪শে এপ্রিল ফরিদপুর পশ্চিম খাবাসপুর ‘আনোয়ারা হামিদা আই হসপিটাল’ এ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মহসিন বেগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। ডা: মোঃ মহসিন বেগ উন্নতমানের মেশিনে চক্ষু পরীক্ষা করে সানি অপারেশন করবেন, যা সম্পূর্ণ ফ্রি’তে করা হবে।
.
আর্কিটেক মুজাহিদ বেগ বলেন যাদের চোখে ছানি পড়েছে তাদের সবাইকে আমরা ফ্রি’তে ছানি অপারেশন ব্যবস্থা করব ও অপারেশনের রোগী ছাড়াও যাদের শুধু চশমা লাগবে তাদের চশমা দিব এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করব।
.
সেবা নিতে আসা অনেকে বলেন চোখে ছানি পড়ার কারণে ও টাকার অভাবে আমরা চোখ থাকতেও অন্ধ, উপকার ভোগী গরীব অসহায় ব্যক্তিরা আরো বলেন এই সেবা পেয়ে খুবই খুশি, সৃষ্টিকর্তার রহমতে ও আয়োজকদের সহযোগিতায় হয়তো এখন চোখের দৃষ্টি ফিরে পাবো।
প্রিন্ট