রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল উদ্দিন (৩২) কে থানা ভবন থেকে ছিনিয়ে নেওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে লালপুর থানার ওসিসহ ৪ জনকে।
.
প্রত্যাহারকৃতরা হলেন ওসি মোঃ নাজমুল হক, এ এস আই সাথী খাতুন, কনস্টেবল লতিফা খাতুন ও রাজিব।
.
এদিকে বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টায় পাবনার ঈশ্বরদী উপজেলার এয়ারপোর্ট এলাকা থেকে ছিনিয়ে নেওয়া আসামি রুবেল উদ্দিনকে পুনরায় আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান আছে। এর আগে আসামি ছিনতাইয়ের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও নুরুল্লাপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে আবু রায়হান সুইট (৩০) কে প্রধান আসামি করে ৩৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১২০ জনসহ মোট ১৫৮ জনকে আসামি করে বাগাতিপাড়া থানার এস আই মানিক কুমার চৌধুরী লালপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আরো ৩ জনকে আটক করে নিরাপত্তা জনিত কারণে নাটোর সদর থানা হেফাজতে রাখে।
.
এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত থেকে বুধবার দুপুর ৩ টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
.
আটককৃত ৩ জন উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধরা গ্রামের মৃত আবদুল হকের ছেলে লালপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ওরফে মজনু পাটোয়ারী (৪৫), গৌরীপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে ও ছিনতাইকৃত আসামি রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টিকে (২০) নাটোর সদর থানা হেফাজত থেকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে নাটোর জেল হজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
.
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশনা জারি করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
.
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাতে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় গত মঙ্গলবার বিকালে বাগাতিপাড়া থানার একটি মামলায় আটককৃত আসামি রুবেলকে লালপুর থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রিন্ট