ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

 কুষ্টিয়ার রোহানের পোষা শালিক কথা বলে !

ইসমাইল হোসেন বাবু,কুষ্টিয়া : শালিক পাখিকে পোষ মানিয়ে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। তিনটি পাখি শিশুর মতো ভাঙা ভাঙা কথাও বলতে পারে। নীড়হারা এই পাখিগুলোর কাছে রোহান যেন নিরাপদ আশ্রয়। আর পাখিগুলোও হয়েছে রোহানের পরিবারেরই অংশ।
ময়না বা টিয়া পাখি নয়, শালিক পাখি বলতে পারে কথা। প্রথমে শুনে তা শিশুর কণ্ঠ মনে করে ভুল করবেন অনেকেই। কথা বলতে পারা এমন তিনটি শালিক পাখিকে পোষ মানিয়েছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। নাম রাখা হয়েছে মিঠু, ময়না আর ডন।
বছরখানেক আগে, বাড়ির পাশে গাছ কেটে ফেলায় পাখিদের বাসা ভেঙে যায়। তখন ছোট্ট পাখিগুলোকে আশ্রয় দেন নবম শ্রেণির এই ছাত্র। পরম আদর যত্ম পাওয়ায় পাখির কাছে রোহান যেন নিরাপদস্থল।
শুরুতে পাখির প্রতি  রোহানের পাগলামিতে বিরক্ত ছিলেন বাড়ির মানুষ। এখন সেই পাখি হয়েছে পরিবারের একজন। পাখির প্রতি রোহানের এমন ভালবাসায় মুগ্ধ সবাই। তবে পাখির জীবন হোক নিরাপদ ও স্বাধীন এমনটা আশা সবার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরাতে এসএমসি’র পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

 কুষ্টিয়ার রোহানের পোষা শালিক কথা বলে !

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :
ইসমাইল হোসেন বাবু,কুষ্টিয়া : শালিক পাখিকে পোষ মানিয়ে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। তিনটি পাখি শিশুর মতো ভাঙা ভাঙা কথাও বলতে পারে। নীড়হারা এই পাখিগুলোর কাছে রোহান যেন নিরাপদ আশ্রয়। আর পাখিগুলোও হয়েছে রোহানের পরিবারেরই অংশ।
ময়না বা টিয়া পাখি নয়, শালিক পাখি বলতে পারে কথা। প্রথমে শুনে তা শিশুর কণ্ঠ মনে করে ভুল করবেন অনেকেই। কথা বলতে পারা এমন তিনটি শালিক পাখিকে পোষ মানিয়েছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। নাম রাখা হয়েছে মিঠু, ময়না আর ডন।
বছরখানেক আগে, বাড়ির পাশে গাছ কেটে ফেলায় পাখিদের বাসা ভেঙে যায়। তখন ছোট্ট পাখিগুলোকে আশ্রয় দেন নবম শ্রেণির এই ছাত্র। পরম আদর যত্ম পাওয়ায় পাখির কাছে রোহান যেন নিরাপদস্থল।
শুরুতে পাখির প্রতি  রোহানের পাগলামিতে বিরক্ত ছিলেন বাড়ির মানুষ। এখন সেই পাখি হয়েছে পরিবারের একজন। পাখির প্রতি রোহানের এমন ভালবাসায় মুগ্ধ সবাই। তবে পাখির জীবন হোক নিরাপদ ও স্বাধীন এমনটা আশা সবার।


প্রিন্ট