আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশকাল : মার্চ ২০, ২০২১, ৯:৫৯ এ.এম
কুষ্টিয়ার রোহানের পোষা শালিক কথা বলে !

ইসমাইল হোসেন বাবু,কুষ্টিয়া : শালিক পাখিকে পোষ মানিয়ে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। তিনটি পাখি শিশুর মতো ভাঙা ভাঙা কথাও বলতে পারে। নীড়হারা এই পাখিগুলোর কাছে রোহান যেন নিরাপদ আশ্রয়। আর পাখিগুলোও হয়েছে রোহানের পরিবারেরই অংশ।
ময়না বা টিয়া পাখি নয়, শালিক পাখি বলতে পারে কথা। প্রথমে শুনে তা শিশুর কণ্ঠ মনে করে ভুল করবেন অনেকেই। কথা বলতে পারা এমন তিনটি শালিক পাখিকে পোষ মানিয়েছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। নাম রাখা হয়েছে মিঠু, ময়না আর ডন।
বছরখানেক আগে, বাড়ির পাশে গাছ কেটে ফেলায় পাখিদের বাসা ভেঙে যায়। তখন ছোট্ট পাখিগুলোকে আশ্রয় দেন নবম শ্রেণির এই ছাত্র। পরম আদর যত্ম পাওয়ায় পাখির কাছে রোহান যেন নিরাপদস্থল।
শুরুতে পাখির প্রতি রোহানের পাগলামিতে বিরক্ত ছিলেন বাড়ির মানুষ। এখন সেই পাখি হয়েছে পরিবারের একজন। পাখির প্রতি রোহানের এমন ভালবাসায় মুগ্ধ সবাই। তবে পাখির জীবন হোক নিরাপদ ও স্বাধীন এমনটা আশা সবার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha