রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্বামীর পাশবিক নির্যাতনে ৩ সন্তানের জননী খুন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন এর কোমরপুর এলাকায় এই খুনের ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম রাশিদা বেগম (২৫)। সে কোমরপুরের জনাব শেখের কন্যা।
ওই বধুর খুনি স্বামীর নাম আব্দুল মন্ডল (৩০)। সে কোমরপুরের নুরু মন্ডলের ছেলে।
১২ বছর আগে রাশিদার সাথে আব্দুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে আব্দুল রাশিদাকে নির্যাতন করতো।কিন্তু রাশিদা তা সহ্য করে সংসার করছিলো।গত এক সপ্তাহ ধরে রাশিদার পিতার কাছ থেকে পাওয়া জমি নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু রাশিদা তার জমি স্বামীকে দিতে রাজি ছিল না। ফলে পাষণ্ড স্বামী রাশিদার উপর নির্যাতন চালিয়ে আসছিল।
তাতে কাজ না হওয়ায় গত মঙ্গলবার রাতে পাষণ্ড আবদুল স্ত্রী রাশিদাকে ইট দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে জমির কাগজপত্র নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়।
বুধবার সকালে স্থানীয়রা কালুখালী থানা পুলিশকে জানালে, কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস রাশিদার লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি জানান, খুনি যতদুরেই যাক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
প্রিন্ট