বোরো ২০২৩ মৌসুমে সরকারের নির্ধারিত মূল্যে বাংলাদেশের ৬৪ জেলার নির্বাচিত প্রায় ৩০০ টি উপজেলায় কৃষকের অ্যাপ বাস্তবায়ন করা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কৃষক অ্যাপসের মাধ্যমে গত ৭ মে হতে মাগুরা সদর উপজেলা, শ্রীপুর উপজেলা ও শালিখা উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার প্রকৃত কৃষক ভাইদের “কৃষক অ্যাপসের” মাধ্যমে নিবন্ধন ও আবেদন করার অনুরোধ জানাচ্ছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় মাগুরা।
কৃষক অ্যাপের মাধ্যমে সহজেই প্রতি কেজি ধানের মূল্য :৩০ টাকা ও প্রতি মন ধানের মূল্য: ১২০০ টাকা এবং মাগুরায় কৃষকের অ্যাপের জোরদার প্রচারণা চলছে। কৃষকদের নিবন্ধনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বর। কৃষক অ্যাপের সুবিধা হলো নিবন্ধন, বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সময় এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে লটারি করা হবে। সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমবে।
৷ নির্বাচিত কৃষক ভাইদের শুকনো এবং পরিষ্কার ধান (বিনির্দেশ সম্মত) সরকারি খাদ্য গুদামে বিক্রি করার অনুরোধ জানাচ্ছে। প্রচারে : খাদ্য বিভাগ মাগুরা ও উপজেলা সংগ্রহ কমিটি মাগুরা সদর।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মাগুরা মনোতোষ কুমার মজুমদার বলেন নতুন নতুন কৃষকের নিবন্ধনই ধান বিক্রয়ের আবেদন হিসেবে গণ্য হবে। পুরাতন নিবন্ধিত কৃষকগণকে শুধুমাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য ৩৩৩ নম্বর কল করা, নিকটস্থ খাদ্য অফিস, কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবে কৃষক।
তিনি আরও বলেন নিবন্ধনের জন্য উপ-সহকারী কৃষি কমকর্তা, পৌরসভা অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সহায়তা নিতে হবে। ধান সংগ্রহের সময়সীমা হলো ৭ মে হতে আগামী ৩১ আগস্ট ২০২৩ সাল পর্যন্ত। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসানের হাতে কৃষকের অ্যাপ লিফলেট বিতরণ করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার।
প্রিন্ট