নড়াইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে এবং সদর উপজেলা পরিষদ ও বাংলাদেশ শিল্প ও গবেষনা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে সদর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, চন্ডীবরপুর ইউপি চেয়ারম্যান ও জেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া, বিসিএসআইআর’র বৈজ্ঞানিক কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে মোট ১২টি স্টল বসেছে।
প্রদর্শনী উদ্বোধন শেষে সদর উপজেলা কৃষি কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কুমার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা।
বায়োগ্যাস প্লান্টসহ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিম আহমেদ।
প্রিন্ট