ঢাকা , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নওগাঁ’র আত্রাইয়ে সোনালী ফসলে কৃষকের স্বপ্ন

খাদ্য শস্য নামে খ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলায়  কাটতে শুরু করেছে ইরি বোরো ধান পাকা ধানে সোনালী হয়ে উঠেছে বৃস্তৃত মাঠ। কিছু কিছু এলাকায় শুরু হয়েছে ধান কাটা মাড়াই য়ের কাজ। তবে কাটা মারা পুরো পুরি শুরু হতে কিছু দিন সময় লাগবে। এই নিয়ে কৃষি শ্রমিক ও কৃষান ও কৃষানিরা ধান কাটা মারায়ের প্রস্তুতি নিচ্ছে।

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুত্রে জানা গেছে চলতি মৌসুমে ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা,আহসানগঞ্জ,পাঁচুপুর ও মনিয়ারি ইউনিয়নে ইরি বোরো ধান কাটার পর একই জমিতে আমন ধান চাষাবাদ করে কৃষকরা। এছাড়া কালিকাপুর, বিশা, হাটকাহালুপারা ইউনিয়নের নিচু এলাকায় আমন ধান, দিঘা, ম্যাটা গরল,বরন সহ আমন ধান চাষ করা হয়।

চলতি মৌসুমে ৮ টি ইউনিয়নে ১৮,১২৫ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষের লক্ষ মাত্রা ধার্য করা হয়েছে। ইতি মধ্যে আগাম জাতের ইরি বোরো ধান কাটতে শুরু করেছে কৃষকরা অনুকুল আবহাওয়া ও কীটপতঙ্গর আক্রমণ কম হওয়ায় ভালো ফলনের আশা করছে কৃষকরা উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরপুর গ্রামের কৃষক আঃমান্নান বলেল অনুকুল আবহাওয়া রোগবালায় কম হওয়ায় সঠিক ভাবে সার প্রয়োগে ভালো ফলনের আশা করা হচ্ছে।

উপজেলার শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক আঃমান্নান, মুকুল, লিটন ও ফেরদৌস সহ একাধিক কৃষক জানান ইরি বোরো ধান কাটার পরপরই জমিতে রোপা আমন ধান লাগানো হয়। এসময় বৃষ্টি পাত অধিক হওয়ায় জমিতে তেমন পানি সেচ দিতে হয় না সার ও কীটনাশক লাগে খুবই কম। এ মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ধানে তেমন পোকার আক্রমণ হয়নি। কয়েক দিনের মধ্যে ইরি বোরো ধান কাটা মারা পুরো দমে শুরু হবে।

গত মৌসুমের চেয়ে এবার ধানের বাম্পার ফলন আশা করছে কৃষকরা। আত্রাই উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবীদ কে, এম কাউসার জানান আত্রাই উপজেলায় বর্ষা মৌসুমে রোপা আমন এবং বোনা আমন ধানের চাষ করা হয়ে থাকে। এবছর আত্রাই উপজেলায় ইরি বোরো ধান চাষের লক্ষ মাত্রা ছিল ১৮,১২৫ হেক্টর জমি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে গোপালগঞ্জ পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন

error: Content is protected !!

নওগাঁ’র আত্রাইয়ে সোনালী ফসলে কৃষকের স্বপ্ন

আপডেট টাইম : ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

খাদ্য শস্য নামে খ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলায়  কাটতে শুরু করেছে ইরি বোরো ধান পাকা ধানে সোনালী হয়ে উঠেছে বৃস্তৃত মাঠ। কিছু কিছু এলাকায় শুরু হয়েছে ধান কাটা মাড়াই য়ের কাজ। তবে কাটা মারা পুরো পুরি শুরু হতে কিছু দিন সময় লাগবে। এই নিয়ে কৃষি শ্রমিক ও কৃষান ও কৃষানিরা ধান কাটা মারায়ের প্রস্তুতি নিচ্ছে।

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুত্রে জানা গেছে চলতি মৌসুমে ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা,আহসানগঞ্জ,পাঁচুপুর ও মনিয়ারি ইউনিয়নে ইরি বোরো ধান কাটার পর একই জমিতে আমন ধান চাষাবাদ করে কৃষকরা। এছাড়া কালিকাপুর, বিশা, হাটকাহালুপারা ইউনিয়নের নিচু এলাকায় আমন ধান, দিঘা, ম্যাটা গরল,বরন সহ আমন ধান চাষ করা হয়।

চলতি মৌসুমে ৮ টি ইউনিয়নে ১৮,১২৫ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষের লক্ষ মাত্রা ধার্য করা হয়েছে। ইতি মধ্যে আগাম জাতের ইরি বোরো ধান কাটতে শুরু করেছে কৃষকরা অনুকুল আবহাওয়া ও কীটপতঙ্গর আক্রমণ কম হওয়ায় ভালো ফলনের আশা করছে কৃষকরা উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরপুর গ্রামের কৃষক আঃমান্নান বলেল অনুকুল আবহাওয়া রোগবালায় কম হওয়ায় সঠিক ভাবে সার প্রয়োগে ভালো ফলনের আশা করা হচ্ছে।

উপজেলার শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক আঃমান্নান, মুকুল, লিটন ও ফেরদৌস সহ একাধিক কৃষক জানান ইরি বোরো ধান কাটার পরপরই জমিতে রোপা আমন ধান লাগানো হয়। এসময় বৃষ্টি পাত অধিক হওয়ায় জমিতে তেমন পানি সেচ দিতে হয় না সার ও কীটনাশক লাগে খুবই কম। এ মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ধানে তেমন পোকার আক্রমণ হয়নি। কয়েক দিনের মধ্যে ইরি বোরো ধান কাটা মারা পুরো দমে শুরু হবে।

গত মৌসুমের চেয়ে এবার ধানের বাম্পার ফলন আশা করছে কৃষকরা। আত্রাই উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবীদ কে, এম কাউসার জানান আত্রাই উপজেলায় বর্ষা মৌসুমে রোপা আমন এবং বোনা আমন ধানের চাষ করা হয়ে থাকে। এবছর আত্রাই উপজেলায় ইরি বোরো ধান চাষের লক্ষ মাত্রা ছিল ১৮,১২৫ হেক্টর জমি।