চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে সাদিকুর রহমান (৩৫) নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ এপ্রিল) ভোরে ধানক্ষেতে মরদেহটি দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন।
তবে বিজিবির ভাষ্য- স্থানীয় কোনো কারণে তিনি মারা গেছেন। নিহত ব্যক্তি উপজেলার উপ চাকপাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, সকালে কৃষকরা ধান ক্ষেতে কাজে যাবার সময় মরদেহটি পড়ে থাকতে দেখে তাকে খবর দিলে তিনি এর সত্যতা পান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপর চাকপাড়া গ্রামের সাদিকুরসহ কয়েকজন রাতের আঁধারে ভারতে চোরাচালান করতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন। এ সময় তার সঙ্গীরা সীমান্ত থেকে তাকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। কিন্তু তার মৃত্যু হলে তারা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে আসে।
মরদেহটি সীমান্তের ১৮৩ নম্বর মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে ছিল। পরে বিজিবির সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দূরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিক ধারণা- এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো কারণে সাদিকুর মারা গিয়ে থাকতে পারে।
প্রিন্ট